সিঁড়িগুলো উঠেছে ধাপে ধাপে,
লাফায় শ্রেষ্ঠ হবার স্বপ্ন মনে।
চোখে ভদ্রতা মনে ভয়,
যদি পদস্খলনে পড়ে নীচে..
উত্তরে অপারগ মনের অবক্ষয়।
পাখিদের ভাবনা ভালো,
স্বাধীনতা ভোগ ওদের মানায়..
মনের ভাবনা যায় না অন্ধকূপে,
ওদের উড়াগুলো সাহসী গতিময়।
শ্রেষ্ঠ নয় শুধু ভালোবেসে উড়ে যাওয়া,
অবস্থানে শ্রেনী সংঘাতের নেই যাতনা।
আসলে ওদের লেখা নেই,
আছে ভাষা মনের ভালোবাসা।
ওরা তাই শ্রেষ্ঠত্বের আসনে,
যুগ যুগ ধরে সভ্যতার ইতিহাসে।