ঘন কালো মেঘ আকাশে ক্রন্দনরত,
অশ্রু ফোঁটাগুলো ঝরে অবিরত..
প্রকৃতি অবিচারে অজান্তে বিদ্রোহরত,
অবিচার দেখে অন্ধত্বের অশনি সংকেত।
এক মহা প্রলয়ের আগে অভিশপ্ত..
নদীবক্ষে জীবন প্লাবিত।
সর্পিল গতিতে গরল প্রবাহিত..
জীবন করে জীবনকে নিগৃহীত।
জীবনগুলো আজ সংযমে...
ভেসে যাওয়া ভালোবাসার খোঁজে,
শূন্যতার শাখাপ্রশাখা নিয়ে ভেসে..
জীবনে গরল দংশনের স্রোতে,
জোয়ার শেষে ভাটার টানে-
স্বপ্নের চুরমার অবশেষে।