বন্ধনে আবদ্ধ মনে
একসাথে পথ চলা,
তিনটি হৃদয় এক করে
বন্ধুত্বের মিলন গাঁথা।


কৈশরের যত কথা কাহিনী
স্মৃতি আজ সংসারের পথে,
দায়িত্ব আর কর্তব্যেবোধে
অনেক সময় চলে গেছে।


ভালোবাসার হৃদয় মাঝে
আজ‌ও অন্তরে প্রদীপ জ্বলে,
দীর্ঘপথে কোনএক গলির মুখে
ভালোবাসা হঠাৎ কাছে ডাকে।


অবসরের একটুখানি গল্পতে ভাসা
রোজকার এই জীবন থেকে,
একটু আলাদা হ‌ওয়া।
বন্ধুত্বের শপথ নিয়ে নিত‍্য পথ চলা
বাকী জীবনে মিলন তিথির,
ঐক‍্যতানে গান গাওয়া।


কেউবা আগে কেউবা পরে
যেতে হবে একদিন সব ছেড়ে,
মনের কোণে ছোট্ট ঘরে
ভালোবাসার প্রদীপ জ্বেলে।


বন্ধুত্ব আজ হঠাৎ আসে
বৃষ্টির মতো থাক হৃদয়ে
কোথাও ঝরে পড়া,
কোথাও প্লাবনে ভাসা।