মোবাইল ফোনে রিংটোন,
হোয়‍্যাটসাপের দিকে মন।
কাড়লো মন,শেল্ফি তোল,
বন্ধ খেলা,বন্ধ টোল।
মন ছোটে শুধু সকাল বিকেল,
ফেসবুকের আড্ডা টিকে।
স্ট‍্যাটাস ম‍্যাসেজ ভ‍রায় যত,
জগত ভরা স্বপ্ন,ফটো।
মেতেছে দূনিয়ার ছোট্ট বড়,
মেকি আভরণ রটায় কত ।
লাইক,সেয়ার হাসি দিয়ে,
নেশা ধরায় ঘরে ঘরে ।
অনলাইনের বন্ধু যত
রোজ যোগাযোগ,আলাপ কত।
দরকারে সব পালাতে বসে,
হাজার বন্ধু,নেই কেউ পাশে ।
সময় অপচয় কাজ নষ্ঠ যত
আপন পরিধির হয় ছোট্ট তত।
দিন চলে যায় রাত বয়ে যায়,
জীবন বন্দী সবার মেকি দূনিয়ায়।
দিনের সূর্য রাতের তারা,
দেখেতে ভোলে নতুন যারা ।
জীবনে নষ্ঠ যত আসল সময়,
মোহের বশে দিন কেটে যায়।
মজেছিলে সব গুলতানিতে,
ভবিষ্যৎ তাই হয়েছে ফিকে।