একুশ আমার মনে এনেছে,
অমর শহীদের স্মৃতি;
বাংলা ভাষার মর্যাদা রক্ষায়,
একুশ এক মহান অনুভূতি।
একুশের যৌবন দেখেছে মৃত্যু,
কলঙ্কময় ইতিহাসের ভীতি।
বাংলার ভাষার যোদ্ধা সবাই,
দিয়েছে কত শত আত্মবলি ।
দিগন্তের ওই সূর্যের আলো,
ভাষার নিয়ে মনে দ্বীপ জ্বালে।
রাতের জোৎস্না সবার হৃদয়ে,
মুক্তির আলো জ্বালে।
বীর আবুল আবদুল আবদুসকে,
ভুলো না যেন তোমরা সবে।
আমার ভাইয়ের রক্ত ধারায়,
একুশের চেতনা জাগে।