বৃষ্টির রাতে অন্ধকারে..
প্লাবিত বারিধারায় কোন একদিনে
আমার সন্মুখে দেখা এক মানুষ,
বিবস্ত্র এবং হিংস্র চোখ অন্ধত্বের।
প্রচণ্ড হৃদয়ের স্পন্দনের শব্দে..
নিজের অস্তিত্বের প্রমাণের অপেক্ষাতে  ,
তার হাতে রক্তিম এক হৃদয়,
মনে হলো তারই নিজের হৃদয়....
আগুনে বিসর্জন করে তার হৃদয়েকে,
আমার হতবাক প্রশ্ন করে..
উত্তর পেলাম তার কষ্টের স্বরে,
সারাজীবনের সব ব্যাথার ফলে,
হৃদয় আজ হয়েছে তার তিক্ত......
তাই অমৃত পানের আগে গরল পানে,
নিক্ষেপ করে হৃদয়েকে আগুনের মাঝে
কারণ আমি ভালবাসি আমার হৃদয়টাকে;
তিক্ত হলেও এটা আমার হৃদয়............
ভালোবাসার অমৃত পাবো বলে।