অনেকদিন দিনেরাত,
উদাসীন পৃথিবীকে দেখি..
তোমার ওই নিষ্ঠুর পদপ্রান্তে পিষ্ট হতে,
নিষ্ঠুর এক পরিহাসের রূপদানে।
চারিদিকে প্রহসন স্বার্থ চরিতার্থ মনে,
আপন হেলায় তুমি করেছিলে পণ।
সত‍্য আজ সঞ্চিত আমার হৃদয় মাঝে,
চলেছো অবক্ষয় ডেকে আনার পথে।
রক্তে ছিলো উন্মাদনার নেশা..
আজ উপেক্ষা আমার স্তুতিতে।
চোখের বিষ্ময়কে ডাকতে ভুলে,
নিরবতা শব্দের প্রলেপ মেখে,
করেছো অনেক অবহেলা অনাদর।
তাই বিদায়ের দিনে...
দিয়ে গেলাম ভালোবাসার পাত্র ধরে,
তোমার মনে উজার করে।