এ যেন এমন দিনে
মেঘের গর্জনে বাদল ঝরে,
ঘনকালো মেঘের ঘোর তমসায়‌।
সংসারের সবকিছু মিছে
মিছে জীবনের সব ।
শুধু চক্ষু দিয়ে চক্ষুর পিপাসা নেভে,
হৃদয় দিয়ে হৃদয়কে করি অনুভব,
বাকী যাকিছু অন্ধকারে যায় মিশে সব।


জীবনের যেকটি মাস,
আছে কত কথা কত আশ
আসে সুখ আসে দুঃখ
নেই কারো মুক্তির নাশ।


আনন্দধারা নেমেছে ধরায়
ব‍্যাকুল মনে আজ বিদ্যুৎ চমকায়
কত কথা জীবনে বয়ে গেছে মনে,
সেই কথা বলবো আজ ঘন বর্ষায়।