শরতের আকাশে শুনেছি আগমনী গান
দেবীপক্ষে সবাই করে শক্তি রূপনীর আহবান
জগত জননী সবাই সুখী তোমার আগমনে
ঝুপড়িতে কত দুর্গা দেখি হাসে মায়ের
পূজার দিনে ।


দেখছিলাম ওর ছোট্ট হাতে বানাতে সরস্বতী
গাঁয়ের সেই দুর্গা আজ প্রভাতে এসেছিলো
হাতে এক তাল মাটির ঢেলা নিয়ে
বানিয়েছিলো ছোট্ট এক বীনাপানি
মুখে এক গাল স্মিতি ।


আমি দূর্গাকে বলি কিরে এত সকালে কি মনে করে
দুর্গা বলে কাল যাবো চলে এলাম বীনাপানিকে দিতে
আসবো না তোমার স্কুলে বাবা শহরে নিয়ে যাবে কাজে।


দুর্গা জগত জননী মায়ের আসনে অসুর দমনে
তবে রোজ কেন  ঘরে পরে থাকে দুর্গারা অনাদরে
অসুরীয় শক্তি দুর্গার মনের ইচ্ছে নিধন করে
স্বাধীনতা কাড়ে অবহেলা করে ।


পাশের গ্ৰামের দুর্গাকে আজ দেখিনি মন্ডপে
আজ ষষ্ঠীর সকাল মা দুর্গা মন্ডপে সাজেন
প্রতিমা নিয়ে ব‍্যস্ত সব দেবীর আহবানে
আমার দুর্গার হাতে সরস্বতী বাঁচে
পাছে শহরে না হারিয়ে যায়
গোলকধাঁধার অন্ধকারে।