কখনো নির্লিপ্ত
ভালোবাসায় থাকে আত্মবিশ্বাস,
একই সরলরেখায় চলার আশ্বাস।
আবার কখনো
সম্পর্কের রেখা দ্বিখন্ডিত হয়,
সমান্তরাল রেখা দ্বিধাবিভক্ত হয়ে হয় গতিময়।


তবু ঘর্ষনে সম্পর্ক চলমান হয় ব্যবধানে,
কিছু পথ গিয়ে মসৃণতার পথ দেখে বহুদিনে।


কেউ হয়তো পারিনি ব্যক্তিত্ব রক্ষার জীবন,
তাই চলে অসহায়ের চাপানউতোর ।
মন আসলে হয় পরাধীন,
তাই তখন রেখার ক্রমশ হয় খন্ডন।
দন্ডায়মান থাকে লম্ব একে অপরের বিপরীতে,
দুটি অক্ষের সমীকরণ যখন শূন্য।


খন্ডিত মনে বেদনা ওঠে জেগে,
মানবিকতা অবলুপ্ত হয় অসহযোগে ।
নিকৃষ্ট অসুরবৃত্তি করে প্রলয় নাচন,
তুষের আগুনে জ্বলছে নিগৃহীত প্রতিটি মন।