রোজ স্বপ্ন দেখি এমন এক আসবে সকাল,
যখন সোনালী রৌদ্রের ছটা আমার ঘুম ভাঙ্গাবে,
ওই খোলা জানালা দিয়ে এসে দেবে উষ্ণ চুম্বনে।
উঠে দেখবো সন্মুখে কৃষ্ণচূড়া গাছের মঞ্জরী শোভা,
সন্মুখের মাঠে ধানের শিষের দোদুল্যমান হাতছানি,
পুকুরের জলে পানকৌড়ির ডানা ভেজানোর খেলা,
যেন প্রকৃতির আহ্বানে সব মুক্ত স্বপ্নের খেলায়।
জানান দেবে সকলের জেগেছে মন,
হয়েছে পরাধীনতার গ্লানির হয়েছে নিমজ্জন।


রোজ ভাবি এমন একটি বিকেল দেখবো,
যেখানে থাকবে না আকাশে মেঘকন্যার ক্রন্দন,
দেখতে হবে না চোখে গোধূলি বেলার় রক্তিমতা।
শুধু থাকবে মুক্ত বাতায়নের মন ছুঁয়ে যাওয়া পরশ,
কচিকাঁচার হুল্লোড় আর শুনবো পক্ষীদের
কিচিরমিচির শব্দে ঘরে ফেরার পালা।
গাছের নীচে শুনবো ওদের ঘর বাঁধার গান,
জানান দেবে ওদের স্বাধীনতা জয়গান।


এমন একটা রাতের অপেক্ষায় আমি আজও,
যেখানে টিপ টিপ করে পরবে বর্ষার বারিধারা,
মনকে ভেজাবে সব দুঃখে করবে কালিমা মুক্ত,
ভুলবো ওই অভিসপ্ত কালো দিনেগুলোর কথা।
বৃষ্টির ওই মুক্ত ফোঁটাগুলো দেবে মনে শীতলতা,
উষ্ণ মনকে দেবে শান্তির প্রসন্নতা ।


হঠাৎ বৃষ্টিতে দেখা হবে তোমার সাথে,
রাতের নিস্তব্ধতায় দেখবো তোমাকে,
তোমার ওই লজ্জার হাসিকে কাছে টেনে নেবো।
আমার এই শরীর তোমার কাছে বিলিয়ে দেব,
চোখে থাকবে শুধু ভালোবাসার স্বপ্ন,
অপেক্ষায় শুধুই এমন দিনের।
যেদিন প্রথম জীবনকে মুক্তির আনন্দে,
ভালোবাসবো জীয়নের মানে খুঁজে পাবো।