আমি ফুল হতে চেয়েছিলাম,
সবার হৃদয়ে অন্তরে..
ভালোবাসার প্রতীকে,
বিরহের বেদনাতে..
নিজেকে আবিষ্কারে ।
আমি ফুল হতে চেয়েছিলাম,
জীবনের আনন্দে..
পূজার থালিতে,
মেলার প্রাঙ্গণে..
তোমার খোঁপার বাঁধনে।
আমি ফুল হতে চেয়েছিলাম,
নির্বাক হয়ে সমাধিতে..
চোখের জলে ভিজে,
মায়ের চরণতলে..
দেহের আভূষণে।
আমি ফুল হতে চেয়েছিলাম,
তোমার হৃদয়ে মাঝে..
মরণের পরে,
প্রেমে মিলনে..
জীবনের গানে।
আমি ফুল হতে চেয়েছিলাম,
সৃষ্টির রূপদানে..
তোমার বীজ বপনে,
অতীতের স্মৃতিতে,
তোমার চোখের পরশে।
আমি ফুল হতে চেয়েছিলাম,
তোমার গলায়..
শেষদিনে যাবার সময়,
নিজের ঘর ভুলে..
জীবনের দিন নষ্ট করে।
আমি ফুল হতে চেয়েছিলাম,
পারিনি স্বার্থপর হতে..
একাকিত্বের সাথে,
আত্ম অহংকারে..
নিজে আত্মবিসর্জনে।