তুমি যদি প্রেম না দাও,
কবিতা হবে অসম্পূর্ণ।
এই কণ্ঠে শুনবে না,
কোনো প্রিয় পঙ্‌ক্তিমালা..
শুকিয়ে যাবে আবেগের নদী।
পারবো না লিখতে কবিতা,
প্রেমের একটি চরণ,
একটিও কবিতা হবে না ,
তুমি যদি আমাকে না ভালোবাসো
তবে কবিতার পান্ডুলিপি জুড়ে
দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি, খরা।
তুমি যদি না তাকাও
এই চোখ দেখবে না কিছু।
তুমি এসো ঝরা পাতার মাঝে..
আকাশে বাতাসে মেদিনীর কাছে,
সহস্রবার প্রেমের কবিতার লেখাতে,
মনের দর্পণে শান্তির রাতে,
দিগন্তে উঠা ভোরের সূর্যের
হৃদয়ের প্রাণে।
ঝরা পাতা গুলো ফেলে
প্রকৃতির স্নানে...
আমার পাশে রামধনুর সাত রঙে।


@সংরক্ষিত