শতাব্দীর চাপা পড়ে থাকা মাটির নীচের গল্প খুঁজি
কত অজানা ভালোবাসার মর্মান্তিক স্বপ্নের পূঁজি।
না জানা তথ্য উঠে আসে ভালোবাসার খোদাই,
বর্তমানের সবকিছু নতুন করে ভাবে সবাই।
মাটির নীচে পুরানো যাকিছু চাপা পড়ে,
পরিশ্রমের ফলন স্মৃতির সবকিছু উঠে আসে।
প্রাচীন হারানো কথা সব কত পড়ে ছিল,
অতীতের যত না বলা কথা গোপন ছিল।
ইতিহাস নতুন করে আবার লেখে,
বর্তমান নতুন করে ইতিহাস নিয়ে সাজে।
মানুষের হারানো গল্প স্মৃতি ছিলো যত,
প্রাগৈতিহাসিক পীড়া মনে দেয় কত ক্ষত।
সৃষ্টির স্রষ্টা হারিয়ে যায় একসময়,
সৃষ্টির নাম অমর হয়ে যায় সবসময়।
কত কষ্ট বেদনা সৃষ্টির আবিষ্কারে,
অনেক স্রষ্টা হারিয়ে যায় সৃষ্টির অবক্ষয়ে।