রাস্তায় চারপাশে কত হাত...
শূন্য আঘাতের নেই প্রতিঘাত।
বিপন্ন প্রাণের আকুতি,
এক ফোঁটা অশ্রুর মিনতি।
নিঃস্ব অসহায় মানুষ,
পথে চলে কত অমানুষ...
বিবস্ত্র চোখের আক্রোশ।
হাতে মুঠো করা খুচরো,
নির্লজ্জ নির্লিপ্ত মনে স্বপ্নটা।
প্রশ্ন ছিল চাও কেন দয়া,
একটু কাজের করো না চেষ্টা...।
উত্তরে বল্লো.. তুমি তো সমুদ্র,
পেলাম না হয় ফেনার ক্ষুদ্র।
আমরা রোজ মরে বাঁচি,
আশায় আশায় বেঁচে আছি।
তোমাদের বিন্দু বিন্দু করুণায়,
আমার জীবন পূর্ণ হবে অছিলায়।