সব স্বপ্নের নিষ্কৃতি আছে,
যেমন আছে পাশের থেকে দূরে থাকার।
স্বপ্ন দেখার থেকে বিরত থাকা মানে..
অনেকটা সময় ধরে সূর্যগ্ৰহণ দেখার।


আলোর ছোঁয়া পাওয়ায় গ্ৰহণ অনিবার্য নয়,
গ্ৰহণ ছিলো স্বপ্নের থেকে নিষ্কৃতি পাওয়ায় ।


সামনে নতুন সূর্যের আলো ফুটেছে,
দিগন্তের সূচনা করেছে নতুন আলো।
মনে আশা নতুন স্বপ্ন নিয়ে পথ চলার,
তবে সেই পথে থাকবে না কোন অন‍্যের স্বপ্ন,
অন‍্যের স্বপ্নের চোরাবালিতে লুকোনো ছিল-
পথভ্রষ্ট দিকভ্রান্ত মনের হারানোর ভয়।