রোজ রাতে গোলাপের পাপড়ি ঝরে,
অবাঞ্ছিত প্রেমের কপাল পোড়ে।
মনের ভালোবাসা রাতে কেঁদে মরে,
অনাহুত অতিথি সকালে সব ভোলে।
জুঁই রজনীগন্ধা গন্ধ সব মেলায়,
পানীয় পাত্র সকালে উল্টে পড়ে।
রাতের মজলিসের মাদকতার শেষে,
প্রভাতী গোলাপ নতুন করে ফোটে।
জুঁই,রজনীগন্ধা নতুন গন্ধ ছাড়ে,
পানীয় নতুন রাতের অপেক্ষায় থাকে।
সারেঙ্গী তবলার শব্দের তালে গানে,
অনাহুত অতিথি আবার রাতে আসে।
ঠুংরী টপ্পা গজল সুর ভেসে আসে,
আসরে সব মত্ত গানে আর নাচে।
ঝার়বাতির আলো মনে সবার জ্বলে,
প্রেম রাতের অপেক্ষায় কাঁদে।