হাত বাড়িয়ে এসেছিলাম এই অজানা পৃথিবীতে ,
দুচোখে অনেক স্বপ্ন ছিলো জীবনের দরবারে,
প্রেম ছিল লুকিয়ে অন্তরের হৃদয় মাঝে,
আজ দেখি স্বপ্নগুলো চিতার আগুনে পোড়ে,
অন্ধকারে মনে শুধু স্বপ্ন উঁকি মারে অবক্ষয়ে।
মরুভূমির মতো শুধু নিরবতা চারিদিকে,
অন্ধকারে খুঁজি একটু জোৎস্নার আলো,
চোখে মরীচিকা দেখি অলীক কল্পনা মনে।
ভালোবাসা চেয়েছিলাম আমার বক্ষ‌ জুড়ে,
কর্তব্যের সাথে লুকিয়ে ছিল প্রেম অভিসারে,
হয়তো বৃষ্টির বারিধারা ঝরেনি সেই প্রেমে।
শক্ত জমি খোঁজায় কোমলতার অভাব ছিল মনে,
চোখের জল মোছাতে পারেনি তোমার এতমনের,
তৃষ্ণার জল আজ বাঁধ ভেঙেছে উছলে পরে,
নিরাবতা ভেঙে মরুভূমির জল পান করে মনের।
অতীতের সব কালো পোড়া দাগ নির্লজ্জ মিথ্যা,
পুড়ে ছাই আগুনে দগ্ধ মন আজ খাঁটি সোনা,
মাথায় তোমার বসে স্বপ্নের ভালবাসা ।