পুড়ছে বাজি অমাবস্যার রাতের আকাশে,
আলোর রোশনাই চারিদিকে জ্বলে,
পুড়ছে মন ‌পুড়ছে কত দেহ
কলঙ্কময় রাতে অজানা জীবন কাঁদে।
বিসাক্ত গ‍্যাস উড়ছে চারপাশে,
চোখে অদৃশ্যের হাতছানি ওপারে ডাকে,
পোড়া বারুদের গন্ধ নাকে উড়ে আসে
জীবন নিয়ে মানুষ ছেলেখেলা করে।
পরিবেশের চোখে জালা করে,
কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে পরে,
নিঃশ্বাস নিতে অভাব শুদ্ধ বায়ুর
জীবনগুলো শ্বাস আটকে মরে।
বাজির আড়ালে বোমা বাঁধা চলে,
রাজা উজির কাজীর সাথে বসে,
করতে হবে বিদ্রোহ দূর দেশ থেকে
বাজি পোড়াবে যখন সবাই মিলে
বারুদ দিয়ে পোড়াবে দেশটাকে।