আজ সবাই নিয়েছে অনশনের পথ
করেছে অঙ্গীকার মানুষের পাশে থাকার শপথ
হয়েছে তৈরী উঁচু মঞ্চ গালিছা পাতা তাতে
রয়েছে গদি তোশকের শোভা চারিপাশে
অধিকারের মহৎ কথা রাখতে দেশের মানুষের কাছে
লড়বে অন‍্যায়ের সাথে জিতবে ক্ষমতার লোভে
গড়বে দেশকে নতুন রুপে অনশন করে  ।


রাতদিনের জাগরণের মাঝে চলবে গীতিমালা
বিদ্রোহী গান গাওয়া দিনরাতে পালাবদলের খেলা
বিদগ্ধ গুনীদের সঙ্গদানে কাগজের প্রথম পাতায় থাকা
কোথায় সেই আদর্শ অনশনের অভিলাষা
সত্যি যাতে থাকবে দেশভক্তির ভালোবাসা ।


পিপাসা মেটেনি রাজার রাজদন্ড হাতে
ভিটে মাটি ছাড়া মানুষগুলোর স্বপ্ন নিয়ে খেলে
সবাই হোক না দিশেহারা এই পথে চলে
অনশনে রোজ ব‍্যবসার দরকষাকষি চলে।


মাটি তার গন্ধ হারায় ধীরে ধীরে
কংক্রিটের জংজাল শুনশান আজ প্রতিবাদে
নিয়োগপত্র উনুনে জ্বলে শীতের  রাতে
সবাই মিলে গরীবের পেটে লাথি মারে।


আকস্বিক খবর  গেল এসে
মিলবে টাকা ভিটি মাটি অনশনের ফলে
মানুষগুলো ছুটলো মাঠের পানে
গিয়ে দেখে মাটি পুড়ে ছাই অবশিষ্ট আছে ।


গরীবের পেটে রোজ খিদে বেঁচে থাকে
নেই আজ আলো গালিছা পাতা মঞ্চতে
দিনরাতের গীতমালা বিদ্রোহী গানের রঙ্গমঞ্চতে
আঁতাতে আজ সত্যি ওই বোকা মানুষগুলো মরে
দিন কাটাচ্ছে খাদ্য অভাবে সত্যি অনসন করে।