কৃপণতা,
আত্মবিসর্জনে অন্ধকারে।
দেখো চেয়ে প্রকৃতির পানে..
অবারিত দান‌ ভিক্ষার আবেদনে।
আকাশে সূর্যের আলো.. বাতাসের বয়ে চলা,
বনানীর অপূর্ব শোভা ফুল ফলের আনাগোনা,
মনে পড়ে আসমুদ্র হিমাচল প্রকৃতির অবদানে জানা।


কৃপণতা দেখি,
এক নগ্নতা মনের।
কখনো মননে কখনো প্রেমের,
প্রকৃতির ভিক্ষার ঝুলি ঘরে এনে উপুর করি..
হৃদয়ের সব ঝুলির পাত্রে সবকিছু পূর্ণ দেখি!
পেলাম যা কিছু ভিক্ষা আবেদনে জীবনভরে,
অশ্রুজলে দুটি নয়ন ভরে ভাবি তোমায় কেনো.!
দিই নি আমার সকল শূন্য করে ?


কৃপণতা,
মানুষের মনে অহংকারে।
আত্ম‌ উন্মোচনের অজানা ভয়ে মরে।
জ্বালাও হৃদয়ে জোৎস্না চাঁদের হাটের মাঝে..
কৃপনতার অন্ধকার মুছে আপন হৃদয়ে অন্তরে,
মুক্ত করো মনকে অসীম আকাশের অকৃপণ আলোকধারাতে,
যেমন পাখির উড়ানে বৃষ্টির অকৃপণ বারিধারাতে।