বহুদিনের মনের আশা গঙ্গাসাগর ঘুরে আসা,
স্বপ্নে কিম্বা জেগে ইচ্ছা নিয়ে ভালোবাসা।
স্বপনে জাগরণে ইচ্ছা খুঁজে বেড়ায়,
কে যেন ডাকে আমায় মনের অন্তরালে ।
নিদ্রা ভেঙে জেগে দেখি শূন্য এই হৃদয়,
পরিচয় আমার বহুদূরে ডাকে আমায়।
স্মৃতিগুলো কাছে পাবার ইচ্ছে মনে,
বিনিদ্র‌ রজনী কত কাটে।


পিতা স্বর্গ পিতা ধর্ম আমার মনে,
তবু গঙ্গাসাগরে অপেক্ষায় থেকে।
আজ এসেছি গঙ্গাসাগরে পাড়ে,
মকর সংক্রান্তির পুণ‍্য স্নান পেতে।
ছেলেবেলার কথা কাহিনী যত ,
মকর সংক্রান্তি দেখা নিজের মতো।
অগুনতি মানুষের ভক্তির স্রোতে,
বহুরূপে পুণ্যার্থী তারা বসনে পরণে।
জটাধারী ছাইভস্ম মাখা তিলকধারী,
নাগা সন্যাসী ধূনি জ্বালিয়ে উপবাসী।


নাম গান মন্ত্র সব হাওয়ায় ভাসে,
আকাশে বাতাসে মনে নতুন ঘূড়ি উড়ে।
নতুন শস‍্য পূজায় নিয়ে সব বসে,
পিতৃদেবের উদেশ‍্যে অর্পণ করে।
পিঠে পুলির আনন্দে উৎসবে সব মাতে,
কোথাও সূর্যের পূজার আয়োজনে,
মকর সংক্রান্তি পৌষে মনে জাগে।