শৈশবের স্মৃতিগুলো ওলি গলি রাজপথে,
ভালোবাসা সুখ দুঃখ এই শহরে বেড়ে ওঠে।
কৈশোরে দেখেছি লাল রঙের বেড়ে ওঠা,
যৌবনের পরন্ত বেলা দেখে সবুজ ফুল ফোটা।
মানুষ শুধু ছুটে চলেছে স্বপ্ন পূরণের আশা়,
কত দিন রাত দেখেছে শহরে হৃদ্যতা ভালোবাসা।


এই শহর দেখেছে কত মোমবাতির মৌন মিছিল,
ট্রাকে ভরে আনা মানুষের হাসি আনন্দ অনাবিল ।
রাতের বেলার দেখেছে জনতা উৎশৃঙ্খল হতে,
আবার জাতি ধর্ম নির্বিশেষে জনবল একপথে।
এই শহর দেখে টানা রিক্সা ট্রাম গাড়ীর ছুটে চলা,
ফুটপাতে কত অসহায় মুখের নিত‍্য অবহেলা।


এই শহরে সাহিত্য সংস্কৃতির নজীরবিহীন উপমা,
মানুষ সাক্ষী বীরবিক্রম স্বাধীনতার কথা গরিমা।
ইতিহাসে ঐতিহ্যে এই শহরের অনন্য পরিচয়,
আনন্দের শহর খোঁজে রোজ নতুন এক অধ্যায়।
শহর আর চায় না ইনকিলাব জিন্দাবাদ,
চায় না করেঙ্গে ইয়া মরেঙ্গের নিনাদ।


ভেঙে দাও গুড়িয়ে দাও নাইবা শোনা যাক আজ,
নাইবা থাক মা মাটি মানুষের  আওয়াজ।
শুধু শহরের মনে বেঁচে থাক আগামীদিনের
সেরা হ‌ওয়ার শঙ্খনাদে জাগা মানুষের অধিকার।