অসংখ্য তরঙ্গ বয়ে চলেছে মস্তিকে,
মনের কথা আজ লিখবো খোলা মনে।
স্মৃতিগুলো আজ লুপ্তপ্রায় হতে,
তাই খোলা চিঠির ডাক তোমার মেলে।
সময়ের স্রোতের ব‍্যবধানে জেগে,
কেউ আছে কেউ গেছে অজান্তে চলে।
ছবির ফ্রেমে বা মনের স্মৃতির কোনে,
ছিল ভালোবাসার টান মাদকতার আবেশে।
তাই ফেলে আসা দিনগুলোর কথা ভেবে,
তোমায় খোলা চিঠি লিখি হৃদয়ের আহ্বানে।
লিখি সেদিনের গোপন মনের নিখাদ কথা,
একটা রাত, দুটো ভাঙা হৃদয়ের ছিলো ব‍্যথা।
বৃষ্টির জলে ভেজা অজানা ঠিকানায় ভাসা,
বাড়ী থেকে দূরে দুজন অপরিচিতের ভালোবাসা।
ছিলো প্রেমের কাঙালের হৃদয়ের শূন্যতা..
রিক্ত হৃদয়ে আগুন নেভানোর অবুঝ আশা,
জ্বালিয়েছিলে বৃষ্টির জলের গন্ধে মাদকতা ।
তারপর ভালোবাসার ত্রিভূজের পথ চলা,
আর মান অভিমান বিচ্ছেদে অবুঝের গতিময়তা।
তবু দুজনের সেই রাতের বৃষ্টিতে ভেজা,
প্রেমে অসমাপ্ত কাহিনী নিয়ে দীর্ঘ পথ চলা।
জানি তোমার চোখে বসা এখন স্বপ্নের জগত,
আমার মনে পাথরের মত নিথর দেহখানির ক্ষত।
শুধু ডান হাতখানি দিয়ে লেখা আঁকিবুঁকি কাটা,
তাই এই খোলা চিঠি তোমায় লেখা।
অদৃষ্টের পরিহাস নিয়তি মনে নিয়েছি মনে,
জীবনের অভিশপ্ত এক ধাক্কার সাথে ।
মনের যুদ্ধে সব পথ ছিলো রুদ্ধ এক হবার,
তাই বিচ্ছেদ দিলাম তোমায় আনন্দ আপার।
হোক না অন‍্য কেউ যা আমি পারি নি দিতে,
আজ বল্লাম তাই এই খোলা মনে চিঠি লিখে ।
ওরা বলেছে আর এক মাস পরিসমাপ্তি পথে,
তবে সেদিনের সেই বৃষ্টির রাত আমায় ডাকে।
তোমার সুবাস আজ‌ও মনে ভাসে
ঠিক খোলা চিঠির পাতার মতো পরিহাসে।