বছরের দিনান্তে অদিতির নিমজ্জনে,
পৃথিবীর যত অন্ধত্বের চোখ অবগাহনে,
পুনঃদৃষ্টি পেতে অমৃতাংষুর জোৎস্না মেখে।
মহাকাশে গ্ৰহ তারার মাঝে মেদিনী আশায় বাঁচে,
নব অদিতির নব ভালোবাসা হৃদয়ে ফোটে,
বছর শুরুর সাথে নিজেকে উজাড় করে।
নব সৃষ্টির চেতনার উন্মোচনে ভাসে,
শান্তি সুখের নব জাগরণে ভবিষ্যৎ দেখে,
সব কলঙ্ক মাটির নীচে চাপা আর্তনাদে কাঁদে,
ঘুর্নায়মান এই পৃথিবীর ইতিহাস গুমরে মরে।
হয়ত আগামী দিন আনবে নতুন বিপ্লব,
দেখবো না আর শোষিত মানুষের ক্ষিদে,
স্তব্ধ হবে অগ্নুৎপাত অগুনতি শোণিত প্রবাহ নিমিষে।
সবুজের মতো মন পাখির মতো উচ্চতা,
আকাশে বাতাসে আর হবে না পরমানুর বিচ্ছুরণ,
দিগন্তের সায়াহ্নে দেখবে শুধু একরাশ ভালোবাসা।