নিন্দুকের নানান রুপ,
যা কিছু খারাপ তার মনের সুখ ।
আশেপাশে যত সুখের মুখ,
নিন্দুকের মনে চিরকালের দুখ।
নিন্দুকের চোখে ক্রূর দৃষ্টি চলে,
ঘুরে বেড়ায় এদিক ওদিক পানে।
যদি পায় মনের খোরাক মনে,
নিন্দুক খিদে মেটায় নিন্দার চপল বাণে।
রাস্তা ঘাটে ট্রামে বাসে,
কিম্বা ঘরের চারদেয়ালের মাঝে বসে,
কথার যত মারপ্যাঁচে,
নিন্দুকের নিন্দা রোজ মিথ্যা গল্প রচে।
নিন্দা নিন্দুকের মনের কালো রঙ,
দিবা রাত্র করে অন্ধকারে বেরঙ।
নিন্দার পদস্খলনের চরিত্র নিয়ে
নিন্দুক সব সম্পর্কের ইতি টানে।