হেমন্তের এই সন্ধ্যাকালে,
ঘরে ঘরে প্রদীপ জ্বলে।
জগত ভর়া সোনালী ধানে,
মাঠের অঙ্গন পূর্ণ দানে।


ফসল কাটো সবাই মিলে,
আমাকে তোলো ঘরে ঘরে।
করো সবা়ই তাড়া,
ক্ষেতে ধান মাঠ ভরা।


ধরণীর ক্ষুধার্ত পথপানে,
শরণার্থী তোমার আশীর্বাদে
অমৃত অন্ন ভোগদানে,
আমার অন্তরে আনন্দ নাচে।


সবাই করি পূজার আয়োজন,
জগতমাতা দিয়েছে ফলন।
এসো সব করি নতুনের গান,
নবান্ন উৎসবের করি আহ্বান।