আমন ধান পেকেছে মাঠে,
নব অন্নের আহ্বানে সব মাতে।
নবান্ন অনুষ্ঠান অগ্ৰাহয়ণ মাসে,
পিতৃপুরুষের অন্নদানের সাথে ।


দেবতা,প্রানীকে উৎসর্গ করে,
আত্মীয়-স্বজনের আমন্ত্রণে,
প্রাচীন এই প্রথা আজ‌ও জেগে মনে,
পিঠেপুলি উৎসবের সূচনা করে ।


মাঠে মাঠে সবাই ফসল কাটে,
নতুনের অন্নের পূজার সাথে।
পথধারে ক্ষুধার্ত শিশু পরে থাকে,
অভুক্ত পিঠেপুলি না পায় খেতে।


আজ‌ও পাড়ায় পিঠেপুলি উৎসব দেখি,
সবাই দিয়েছে কত শত স্টল সব মেকি।
কেউ নেই দেখি তাদের পাশে,
নতুন অন্নের একটু স্বাদ মুখে দিতে।


জীবনধারায় যারা শস‍্য সাজায়,
দেবতার তারা আশীর্বাদ নাহি পায়।
নবান্নের আনন্দে ঘরে সন্ধ্যায় প্রদীপ জ্বলে,
কত কৃষকের আত্মদান চিতার আগুনে।