সৃষ্টির প্রথমে আমার আত্মপ্রকাশ ঘটে,
আমি দন্ডায়মান অনন্তকাল তোমার সৃজনে।
চিরকাল বাহুগুলো প্রসারিত জীবের স্নেহভাতি,
কোথাও ছায়াদানে কোথাও মাতৃত্বের প্রেমবন্ধনে।


আমার অপার ভালোবাসার দানে,
তোমায় সৃজিত করে প্রতিনিয়ত প্রেমদানে।
ফুলে ফলে তোমার জীবনের পরিপূর্ণতায় ভরে,
সবুজ পাতা তোমার মস্তকে আশীর্বাদ নিত‍্য ঢালে।


প্রকৃতির সুন্দর রূপে আমার নিজেকে মেলে ধরা,
আপন জীবনের বিনিময়ে তোমাকে বাঁচিয়ে রাখা।
আমার প্রতিটি অঙ্গের সৃজনে তোমার চিরকালে,
অন্ন বস্ত্র বাসস্থানে তোমার জীবনদানে।


আজ তোমার সৃজিত সমাজ আমার ধংস রচে,
একটি বৃক্ষ একটি প্রাণ ভুলে আমার হত‍্যা করে।
প্রকৃতি আমার মরণে ক্রোধের প্রকাশ করে,
সবকিছু ভুলে পারো না আমায় আপন করে নিতে।
একটু ভালোবাসার প্রলেপ আমার হৃদয়ে দিতে,
তোমার রোপনের প্রেমে সুজলাং সুফলাং থাকবো
চির আশীর্বাদ রূপে ছত্রছায়ায় পৃথিবীর সৃজনে।