আমি আজ পরিশ্রান্ত নিঃস্ব,
চিরসমাপ্তিতে আমার জীবন নষ্ট,
আমি নিঃসেসিত ঘৃণ্যতায়,
আমি মৃত প্রেমে আর ভালোবাসায়।
আমার জীবন পূর্ণ বিষ মিশে,
আমার হৃদয়ে মিশিয়েছে যারা বিষ...
তারা দিয়েছে বিষ ভালোবেসে,
আর কেউ দিয়েছে ঘৃণা অহর্নিশ।
শোচনীয়তম জীবনের অবশেষ,
দেখি যার বিষ ছিলো সবচেয়ে বিশেষ,
সে চুপ ছিল...
কোনোদিন বলেনি একটিও ঘৃণার কথা-
কখনোবা বলেনি- তুমি প্রাণের ভালোবাসা।