বাবাগিরির কালো মেঘের আচ্ছাদন সারা দেশে
বাবা হলেন ইশ্বরের স্বরূপ এই ধামে
প্রহসন ব‍্যাভিচারিতা চলে পরমেশ্বের নামে
জীবনের যত জটিলতা উৎসর্গিত আজ বাবার চরণতলে
অন্ধত্বের এই চির বিশ্বাসের মারণ ভন্ডামিতে মেতেছে
সব বাবার ধামে।


বাবারা করে ব‍্যবসা ভগবানের নামে
অন্ধকূপের আঁধারে রোজ মন দেহ সব মরে
সেবিকারা হারায় আপন পরিজন চিরতরে।
পাশবিকতা লোলুপ দৃষ্টি বাবার চোখে
ছাড়ে না কাউকে তার পিশাচ চক্রান্তের মায়াজালে
প্রসাদের নামে ভ্রষ্ঠ কত রাম রহিম বাবা এ দেশে
করে নষ্ট সবার জীবন বাসনাতে
শিক্ষিত অশিক্ষিত দেশে কত আছে
সব বাবাদের শিষ্যত্ব গ্ৰহণ করে মুক্তিলাভে ।


নেতা রাজনৈতিক রঙ্গমঞ্চ গড়ে বাবাদের নিয়ে
রাজনীতির কলঙ্কে সমাজ আজ ভ্রষ্ট দেশে
হতাশাতে মানুষ যায় বাবাদের কৃপালাভে
বাবাদের লোলুপ আকাঙ্খা তাদের ভোগ করে
ঠগী বাবারা নেতাদের পোষণ করে
মানুষ বিশ্বাসের বলি চড়ে ইশ্বরের নামে
বৃহৎ রাজনৈতিক শিল্প চলে লোক চক্ষুর অন্তরালে ।