মনে একটা না বলা কথা উঁকি দেয়
টাইটানিকের মতো হবে না তো
শেষ দেখা ।
হঠাৎ সব জেনেও ওই জলের নীচে
সত্যকে না দেখা ।


চলার পথে তো অনেক আনন্দ ছিল
ক্ষনিকের ভুল বোঝাবুঝির শেষ পরিনতি
না বুঝে ভুসুভিয়াসের মনে জেগে ওঠা।


আসলে হৃদয়ের স্বপ্নেগুলো নিয়ে প্রেমে কাঁদে
মমতাজ শাহজাহানের নাইবা স্মৃতিশৌধ হলো
নাইবা আদর্শ দাম্পত্যে ইতিহাস রচা গেল
বন্ধনের পর এত যুগের ভালোবাসা কি ছিল
এত পলকা অতৃপ্তির ছোঁয়াতে ভঙ্গুর স্বপ্নের
খেলাঘর।


টাইটানিকের ভুবন্ত ইতিকথা ভেবে
মনে হয় না
একটু যদি শোনা যেত আগামী সতর্কতার
সংকেতের ধ্বনি
অথবা ঘুমন্ত ভিসুভিয়াসের
হঠাৎ জেগে ওঠার অগ্নুৎপাতের ধ্বনি ।


বিচ্ছেদে শুধু ধংস দেখায়
বিভেদে পরিপূর্ণতার সফলতা কোথায়।