আমি দেখেছি উত্তরের শকুন্তের কোলাহল,
ওদের ইপ্সার নাচ মনের হলাহল।
মৃতদেহের উপর ওদের অধিকারের স্বাদ,
হায়নাদের ডাক ওদের পরিহাস।
শুনেছি নির্মম পরিনতিতে ওদের হাসি,
দেখেছি মারণাস্ত্র সংগ্ৰহে দর্পের হাসি।
দেখেনি অন্তচক্ষুতে ওদের নিজের কঙ্কাল,
আগুনে পোড়ার ভবিষ্যতের কপাল ।
কানকাটা স্বপ্ন নিয়ে বাঁচার স্বত,
চোখে ওদের কাঁঠালের আমসত্ত্ব।
নিয়তির পরিহাস আর অধরা স্বপ্ন,
তাচ্ছিল্য ঘৃণাসম প্রলাপ বকে চলা,
সৃষ্টির কোথাও হবে এর প্রতিবাদ।
আমি অপেক্ষারত স্বপ্ন ভাঙার,
আবার নতুন সিন্ধু সভ্যতার ।