মেরুদন্ডের অপহরণ,
মানষিক ভাবে অধঃপতন।
দোমড়ানোর চেষ্টা চলে চাপে,
উঠে দাঁড়ানোর চেষ্টা অবকাশে।
রোজ দেখে ঝড়ের পূর্বাভাস,
বাকী বাঁকা মেরুদন্ডের ইতিহাস।
অবক্ষয় রোধের অপারগতা,
পায় না খুঁজে মানবিকতা।


যদি কেউ পায় বিনয়ী মাটি,
শরীর নড়বড়ে মন খাঁটি।
জীবনে হতে চায় প্রভাবশালী,
শক্ত পাথুরে মনে অহংকারী।
মনুষ্যত্বের কান্ড আজ প্রায় নত,
স্বভাব মানুষের মজ্জাগত।
বিনয়ী মন শুধু সৃষ্টি রচে,
অহংকারী মন শুধু অবক্ষয়ের পথে।