আধ্যাত্মিকতা মানুষের মনের চিন্তনে,
কথার মূল্য সীমিত, চিন্তনের স্রোত অন্তহীন মনে,
আধ্যাত্মিক মন তাই সুচিন্তনের উপঢৌকন।


আধ্যাত্মিকতা শেখা যায় না,শিখে নিতে হয় অপ্রতিরোধ্য, দিকভ্রান্ত মনের ছুটে চলার গতিরোধে।
জীবনের যত আনন্দ,ব‍্যথা সব নিয়ে আধ্যাত্মিকতা,
সংসারে মায়াবাঁধা থাকে মনের চিন্তনে রাখা,
পাহাড়ের উপর থেকে যেমন ঝর্ণাধারা নামে 
আধ্যাত্মিকতার বিকাশ বন্ধন মুক্তির মায়াজালে।


আধ্যাত্মিকতা প্রকৃত মানুষের মনুষ্যত্বের কথা
জীবনে সার্থপর অন‍্যায় থেকে বিরত হবার প্রথা
কর্তবপরায়নতার মাঝে নিজেকে মুক্ত রাখা ‌।


পরমাত্মার বাস আপন মনে,
আধ্যাত্মিকতার প্রকাশ মনের চিন্তনে,
অনন্ত সুচিন্তিত বিচারে মানবের
অন্তর আত্মাতে ।