সহস্র নদীর স্রোত প্রবাহমান চোখে,
কখনো মনে কখনো দেহের অন্তরীক্ষে...
ভেসেছে মন ভেসেছে দেহ সব বানভাসি,
আনন্দ শোকের অশ্রুজল সব প্রবাসী।
মহাকাশের অন্তিম সূর্য উঠবে আজ মনে,
দেহের খোলস ছেড়ে নবজন্মের সন্ধানে।
হয়তো হারিয়ে যাব কৃষ্ণগহ্বরের অন্তরে,
নাহলে উঠবো ভেসে নতুন সূর্য হয়ে ভোরে....।