আজ স্মৃতি রোমন্থনের দিন,
পুরোনো স্মৃতির স্মরণীয় প্রতিদিন।
আশির গন্ডি পার করেছি আজ,
জীবনের আজ স্বপ্নের কারাগার।
আজ এই ছোট্ট বাতায়নে একা বসে..,
স্মৃতিগুলো রোমোন্থনে মন কাঁদে।
আজ পর হয়েছে আপন..
আপন করেছে আমায় পর।
কর্তব্যের ছিলো না গাফিলতির,
গাফিলতি ছিল সৃজনের অনুভূতির।
কেউ খোঁজ নেয় না আমার বিনিদ্র রাতের,
সকালের ওই জানালা দিয়ে আলো আসে,
রোজ ঘুম ভাঙ্গিয়ে বলে কেমন আছো...
হয়তো ভালোবাসে,
যারা নিজের ছিল সব চলে গেছে দূরে,
মন প্রত‍্যহ আটলান্টিক ঢেউ দেখে।
আমি আমার জগত দশ বাই দশে ঘরে,
জীবনের উথ্বান পতনের স্মৃতি রোমন্থনে...
জন্মদিনের শুভেচ্ছা কেক কাটা দেখি।
পুজোর নতুন জামা কাপড় পড়ে গল্পে বসি,
তবু রক্তের অনুভূতিগুলো সব হৃদয়ে ডাকে।
এখানে এখন ভুলেছি রক্তের বন্ধন,
মনের মহাকাশে তৈরি সৌরজগত ।
সবাই এসাথে অপরের আকর্ষণে যত,
গ্ৰাভিটি গুলো সব আঁকড়ে ধরে থাকে।
জীবন দেখেছে নানা উথ্বান পতন,
এখন এই বৃদ্ধাশ্রমে আমার জীবন সমর্পন।