লাল গোলাপ পড়ে আছে রাস্তায়,
কাজ ফুরিয়েছে,তাই প্রয়োজন নেই,
পদতলে দলিত আজ ভাগ্যের অনাদরে,
কাঁটার ধার ভোঁতা আস্থা ভোটের সস্তায় ।


রক্তের হোলিতে মেতেছে সব
কিশলয় গুলো প্রাণ লুকায়ে
বৃন্ত থেকে পড়ে যাবে করছে
তাই আর্তনাদ ।


নীল সাদার ফরমান হয়েছে জারি বহুবার,
জোর যার মুলুক তার,
ব‍্যাথায় জীবন কাঁদে অসহনীয়
বারংবার ।


জীবন নিয়ে ঢুগঢুগি মায়ের নামে করছে বলি
ওঠে সকলের নাভিশ্বাস
গোলাপ বলে এবার আমায় নে
পরবি মালা,ঝুলবি শহীদের নামে।


লাল গোলাপের আজ সমাদর আছে,
লুকিয়ে হৃদয়ের মাঝে ।