ভালোবাসা নিরবতা নয়,
মনের আড়ালে নিজেকে লুকিয়ে রাখা নয়।
ভালোবাসা হলো ইচ্ছের ডানা মেলে উড়ে যাওয়া,
সমুদ্রের ঢেউয়ের মাঝে নিজেকে ভাসিয়ে রাখা।


অনেক দূরে থেকেও...
শত কষ্টেও মনের মানুষের পাশে থাকা।


মনে পাশে থাকার অনুভূতি পাওয়া,
হৃদয়ে ক্ষতে প্রলেপ মেখে দেবার চেষ্টা করা।


জীবনে অনেকদিন প্রবাহমান যেখানে নিরবতার..
সঙ্গে থাকে আমি যে আছি
মনে প্রাণে আত্মায় তার প্রকাশ করা।


আসলে সমুদ্রে‌ ঢেউয়ের আলোড়ন হয়,
আবার শান্ত হয়ে যায়...
কিন্তু তার উপস্থিতি মানুষকে জানিয়ে দেয়।
যেমন ভোরের আলো মন থেকে অন্ধকার মেটায়,


তেমনি ভালোবাসায় থাকে দূরে থেকে পাশে- থাকার প্রকাশ ঘটায়।
ভালোবাসা প্রত‍্যহ রাতের অন্ধকারে চন্দ্রিমার.. জোৎস্না মাখিয়ে রাখে মনের কথায় ।