রাতে অন্ধকারে ডাক শুনে,
মন হয়েছিলো সমর্পিত নিমজ্জনে।
ছবিগুলোতে একটি যেন শব্দবান,
হয়তো অঞ্জলী অস্ত্রের প্রয়োগ ছিলো,
তাতে অসাধারণ অপ্রতিরোধ্য হয়েছিল হত।
সেখানে ছিলো‌ না বাঁশুরির হুঁশিয়ারি..
শব্দের চয়ন ভাষায় ছিলো মাধুর্যতা,
যেনো কবিতার হৃদয়ে প্রবেশ।
উন্মত্ততা় এনেছিলো আমার হৃদয়ে..
ছিলো এক অসম্ভব সুনামীর ঢেউ।
পৃথিবীর সকল সত‍্যকে জলাঞ্জলি দিয়ে-
মৃত্যুর ছায়ায় জীবনকে করেছিলাম অর্পণ,
আমি যে জন্মেছি বিনা কবজ কুন্ডল নিয়ে।
ছিলো না আমার আহ্বান ওই মৃত্যুর অন্ধকূপে,
হঠাৎ দিগন্তে অদিতির এক নতুন প্রকাশ।
দিব‍্যদৃষ্টি দানে বোধদয়ের উত্থান,
অন্তর দৃষ্টি উন্মোচনে দেখি,
ওটা ছিলো দুঃস্বপ্নের রাত
হৃদয় নিয়ে ছিলো এক মূহুর্তের প্রবঞ্চনা।
আজ সব দূরে..
সফল হয়নি অঞ্জলী অস্ত্রের প্রয়োগ,
তাই আমি শ্বেতবাহ, লক্ষ্য অমাবস্যা ভুলে..
অমৃতাংষু জোৎস্নার আলোয় পথ চলি আজ।