এক মধ্যরাতের কাছাকাছি,
অন্ধকারে দুঃস্বপ্নের থেকে কিছু খারাপ দেখে,
লুকানো চাঁদের আলোর নীচে অভিশপ্ত রাতে,
হৃদয় স্পন্দন স্তব্ধ যাদের এই চোখ দেখে।
আতঙ্কে চিৎকার করার চেষ্টা করে নিরীহ মানুষ,
সন্ত্রাসের ভয়তে সময়ের নিশ্চল দিনগোনা শুরু,
ভয়ের মানব চক্ষু দেখে বেহিসাবী অঙ্কুশ রাতে।
সবাই পক্ষাঘাতগ্রস্ত এই শিহরণের রাতে,
কেউ রক্ষা করবে না দেবতা থেকে মানুষ।
কারণ এটা শিহরণের রাত সবাই জানে,
জীবনের জন্য যুদ্ধ করছে সব মানুষ।
কিছু হত্যাকারীর লালসা আজ রাতে,
আমি আজ রাত দেখবো তাদের পাশে।
দরজার করাঘাত তাদের শুনতে পাবো,
উত্তেজনায় সবার ঠান্ডা হাত মনের মাঝে।
আশা আশ্চর্য এক নতুন সূর্য দেখতে পাবো,
যদি তুমি চোখ বন্ধ করো একবার।
আশায় আছি যেন‌ এটা হয় শুধু কল্পনার,
কিন্তু যদি না হয় চোখ বন্ধ করা আজ রাতে,
তবে তুমি দেখবে ভয়ঙ্কর নাশকতা…
সেই শিহরণের রাতে।