মনের আকাশে জ্বলছে কত আগুন
নীচে অসংখ্য হৃদয়ে লেগেছে প্লাবন
মৃত্যুর স‌ওদাগরেরা করছে বিপনন
দিবারাত্র মনের তৃষ্ণায় জ্বলছে আগুন।
সিগারেটে সুখটান হৃদয়ের বিষপান
সবাই সব জেনে মনের তাগিদে করে পান
ছাইগুলো পুড়ে কালো নিত‍্য আয়ুক্ষয় হয়
বুকের ভিতর ধোঁয়া সবখানে বিষ ঢেলে দেয়।
মানুষের জ্ঞান সব বিসাক্ত যত সব
মনের অজান্তেই সব জেনে খায় সব।
অজুহাত খুঁজে নেয় সান্ত্বনার প্রলেপ মেখে
শতাব্দীর পুরোনো রীতি দেহে বিভীষিকা ডাকে।
আবেগ তৃপ্তি যত নষ্ট শরীর নষ্ট মন তত
ধমনীতে বিষের প্রবাহ কর্কট রেখার ক্ষত।
তামাকের সেবন আইন করে জনসমক্ষে বন্ধ করে
অবচেতন মনে অজ্ঞতার মানে সব ডুবে থাকে।
রোজ রাস্তায় তামাক উভলিঙ্গের ভালোবাসা দেখে
বাকী সব সিনেমার বা বোকা বাস্কের  বিজ্ঞাপনে ।