প্রতিনিয়ত অপারগতা,
দেহের মনের অক্ষমতা।
অদৃষ্টের দহন জ্বালা,
প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতা।
সৃষ্টির অবাঞ্ছিত মনে
নিরাশার প্রতিবিম্ব দেখে
দয়া করুণার দানে
জীবনের পথ চলা দেখে।
নতুন ভাবনা মনের কোনে,
বিশ্বজয়ের স্বপ্ন দেখে।
ওরা প্রতিবন্ধকতা ভুলে,
অপরাজেয় স্মৃতি গড়ে।
পৃথিবীর বুকে ইতিহাস,
দূর্জয়কে করেছে জয়,
অমানবিক অসাধ্য সাধন
মনের দেহের বিরূদ্ধাচরণ।
অপ্রতিরোধ্য ভাবনার গতি
অসময় কাছে পরাজিত আজ,
প্রতিবন্ধীর অপ্রতিহত কাজ..
গরিমার জয়গাঁধা গড়েছে ওরা,
দেশে বিদেশে অবলীলাক্রমে।
ওরা নতুন সূর্য দেখে
জীবনের ইতিহাস লেখে।