রাতের কথা গুলো কি ছিলো মিথ‍্যা প্রলাপ ?
হয়তো শূন্যতার অবকাশে মনের জোলাপ।
শুধু কি তাহলে স্বপ্নের  ছিলো আলাপ ?
নাকি সত্যি ছিলো হৃদয়ের গোলাপ।
আজ শুধুই দেখি কথার খেলাপ ?
সব কথার গভীরতা আছে.
এক একটি অনুভূতির ভাষা আছে।
ভাসতে চাওয়া কি ছিলো অপরাধ ?
অপরাধ তো ফেলা চোখের জলে..
মনের ব‍্যথা দেবার ছলে।
ক্ষত দিলে মনে ভিতরে গভীরতায়,
ভাবনায় আমার হৃদয়ে অন্তরে।
শুধু চাওয়া ছিলো একটু সাথে থাকায়...
একে অপরকে খুঁজে পাওয়ায়।
মনে রেখো স্মৃতি স্মরণীয় হয়ে থাকে,
তুমি দেখলাম অপ্রতিরোধ্য অসাধারণ..
আপন মহিমায়-
রোজ কাঁটা গুলো বেঁধে আমার মনে..
জীবনের কদিন তোমার কথার ছোঁয়ায়,
পেয়েছিলাম মুক্তির স্বাদ-
তুমি কিন্তু এখনো মনে অনুভবে নিঃশ্বাসে।