আমি দেখেছি নতুন মুখ,
নানা রঙের দুঃখ সুখ।
স্মৃতিগুলো রোজ মনে ভাসে,
হৃদয়ের ক‍্যানভাসে ফুটে উঠে।
নতুন সূর্যের রোজ ঘুম ভাঙে,
চন্দ্রিমার ভালোবাসার পরে।
আলোয় আকাশ ভরা আশা,
অন্ধকারের দুঃস্বপ্নের ছোঁয়া।
সব মিলিয়ে জীবনের পথ চলা,
আগামী দিনের স্বপ্নের মালা গাঁথা।


মহাকাশে জোতিষ্কের আলো,
প্রেমের অন্ধকারে প্রদীপ জ্বালো।
মেদিনী বুকে বহে শোনিত ধারা,
হিংসার আগুন দিয়ে জগত ভরা।
শত সহস্র বছরের তপস্যা যত,
সৃষ্টির সৃজন বিফল কত শত।
মায়াবী রাতের জোৎস্নার আলো,
মুছে দেয় যত কলঙ্ক গাঢ়।
নতুন সূর্যের রোজ ঘুম ভাঙে,
চন্দ্রিমার ভালোবাসার পরে।