আমরা নতুন আমরা সবুজ,
আমরা কচি আমরা বাঁচি।
চোখে কত নতুন স্বপ্ন,
চারপাশে আমরা রঙ্গিন দেখি।


মনের যত আশা ভালোবাসা,
ভবিষ্যতের কত স্বপ্নগাঁধা।
অন্তরের যত স্বপ্নগুলো,
হৃদয়ের মাঝে লুকিয়ে রাখি।


আজ এই বিশেষ দিনে,
কত জায়গায় দিবসমেলা।
ইস্কুলে আর পাড়ায় পাড়ায়,
শিশু দিবসের মিলনমেলা।


তবু কেন পৃথিবীর এই বুকের মাঝে,
কোদাল হাতে মাথায় বোঝা চাপে।
ঘরের কোনে ঝাড়ু হাতে,
জল বালতি নিয়ে কাপড় কাচে ।


ওই মাঠের ধারে ইঁটের ভাঁটি,
কিম্বা পথে নিয়ে ভিক্ষার থালি ।
কেউ দেখে না কেমনে বাঁচি,
শুধুই দেখে নষ্ট শিশুর নষ্ট জীবন।


প্রতিবছর এই বিশেষ দিনে,
রঙ্গিন স্বপ্নের সব মালাগাঁথে।
আইন আছে সমাজ আছে
কালো চশমা পরে সব অন্ধ সাজে।