কুয়াশায় ঢাকা ভোরে পড়ছে শিশির ঘাসে,
সূর্যের আলো হেলে দূলে দেরী করে আসে।
সকালে চারিপাশে ঘন কুয়াশায় দেখি,
সবুজ ঘাসে শিশির করছে চিকিমিকি ।
সোনালী রৌদ্র করে ঝিকিমিকি,
ক্ষণে ক্ষণে শীত আর শীতল অনুভূতি।
জানালার ধারে এসে বসে প্রজাপতি,
বিন্দু বিন্দু শিশির গুলো দিকে চেয়ে থাকি।
দেখি নীল দিয়ে আকাশ কেমন সাজে,
মনে আমার সুরের কঙ্কন বাজে।
চারিদিকে পাখিসব করে রব কল-কাকলী,
সূর্যের আলো মেঘের সাথে করছে মিতালী।
শীত জীবনে মনে এক আনন্দ আনে,
শীতের সময় প্রাণে এক মাধুর্যতা জাগে।