আসব আবার ফিরে নতুন নামে
মুঠো ভরা সোনালি রোদ রেখো আমার জন্য,
রেখো নীল সাগরের ঢেউ, সাদা ফেনা, শিশির কণা …
নির্ঝরিণীর শিলা বলবে পুরোনো কথা –
রেখো সবুজ ঘাস, শস্যদানা, শাল শিমুলের ছায়া,
বকের পাখায় রেখো সন্ধ্যে,
ভরা তোর্সায় ডুবন্ত সূর্য,
সব কিছুর সাথে রেখো
শেষ বিকেলের  ভাওয়াইয়ার সুর ।


ওই শোন, গাজনের বাদ্যি ডাকছে আমায় –
আমি আসি ।