রূপ অপরূপ তোমার, অনুভব মোর সম্বল
     শ্যামকে দেখি শ্যামা রূপে গোপাল রূপে সদা চঞ্চল।
মায়ার পাঁকে বদ্ধ আমি ভুলে যাই তোমার রূপ,
     তোমার দয়ায় পাই যে মাগো, সংসারেতে শত সুখ ।
বিষয় বৈরাগ্য আসে না মা হয় না আমার ধ্যানযোগ
     সংসার পাঁকে বদ্ধ দেখেও, হয় না কি তোর কোন শোক।
পাপী তাপী অধম আমি, পাপে বদ্ধ আমার মন
     সুখ বিনা ভক্তি বল, মনে জাগে কতক্ষণ।  
শ্যামারূপে দিগম্বরী এলোকেশী ভয়ঙ্করী
     কৃষ্ণরূপে রাসলীলা রাধার লাগি বংশীধারি ;
ঘরণী তুমি সতী রূপে মা, দুর্গা রূপে সংহারী
     শক্তিরূপিণী ত্রিনয়নী সহায় তোমার ত্রিপুরারী।
তোমার রূপ দেখে হই বিভোর মাগো মন্দিরেতে যাই মা যখন
     শূন্য রূপিণী মহামায়াকে সন্তান খোঁজে সারাক্ষণ ।।


     ************************


[ প্রিয় কবি ব্ন্ধুদের শ্যামাপূজোয় উপহার ]