স্বর্গলোক
শংকর ব্রহ্ম


তুমিই আমার মিষ্টি সোনা, তুমিই আমার মন
তোমার উপর রাগ করে আর থাকব কতক্ষণ?
সুজন আছে অনেক আমার, মিষ্টিসোনা এক
মনকে বলি, মিষ্টিসোনার দিকেই শুধু দেখ।


অনেক মায়ায় গড়েছি এই সোনার সংসার,
তুমি আমি ছাড়া সেথায় কেউ থাকে না আর।
একটি শিশুর মুখ উঁকি দেয় হঠাৎ অপলক,
তোমার ভিতর পৌঁছে গেলেই সুখের স্বর্গলোক।


বাতাস জানে সে সব কথা,আকাশ শুনে হাসে
হাসনুহানা গন্ধ এসে বসে আমার পাশে,
আমি তাকে তোমার কাছে পাঠিয়ে দিতে পারি,
হাসনুহানা শুনে, বিক্রি ভাবে হাসতে থাকে ভারী।


তোমার ভিতর মায়ার জগৎ থাকে বিলক্ষণ
সকল সময় সেইখানে যে থাকে আমার মন।
তোমার দিকে বিশ্ব জগৎ তাকায় অনিমেষ
একটি নতুন মুখ উঁকি দেয় হঠাৎ কেমন বেশ।